ডোজ
মোঃ রাজিব হুমায়ুন
পৃথিবীতে ভালো মানুষ
হতে যদি চাও,
সবার আগে মনের ময়লা
ধোলাই করে নাও।
খোদার কাছে সাদা দিলে
ক্ষমা চেয়ে যাও,
বৈধ পথে রুজি করে
হালাল খাবার খাও।
জামায়াতে পাঁচ ওয়াক্ত
নামাজ পড়ো রোজ,
ভালো পথে আনতে মানুষ
দ্বীনের দেবে ডোজ।
এতিম শিশুর দেখা পেলে
নিতে হবে খোঁজ,
অনাহারি দেখলে কভু
দেবে তারে ভোজ।
সময় মতো খোদার ডাকে
সাড়া তুমি দাও,
ভালো মানুষ হয়ে মনে
সুখের ছোঁয়া পাও।