কবি এখন সব
মুহাম্মদ ইসমাঈল
একসময় একটা ধারণা ছিল মানুষের মধ্যে
লেখক মাত্রই থাকে অপরিসীম দারিদ্র্যে
লেখক মানে বড় বড় গোঁফ
লেখক মানে খোঁচা খোঁচা দাঁড়ি
পান করে দেশী মদ
হয় যক্ষা
যায় বার নারীদের পল্লীতে
মৃত্যু হয় অকালে।
এখন সব উল্টো
এখন কবি অধ্যাপক
এখন কবি সাংবাদিক
এখন কবি ব্যাংকার
এখন লেখক ব্যবসায়ী
এখন লেখক পুলিশ
এখন লেখক ডাক্তার
এখন কবি আলেম
এখন কবি দায়ী
এখন কবি আমলা
এখন কবি প্রেসিডেন্ট
এখন লেখক স্থপতি
এখন পেশা পরিচয় সঙ্গে যোগ করার মানেই হচ্ছে
লেখালেখির বাইরের এক ধরনের ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্টতা।।