সাদা টম
-শাহীন রায়হান
…
আমাদের পোষা টম ধবধবে সাদা
চায়ে সে চিনি খায় সাথে কুচি আদা
হাতে নিয়ে সাদাছড়ি চশমাটা এঁটে
পা তুলে বসে থাকে বাড়িটার গেটে।
পান খায় চুন দিয়ে ঠোঁট করে লাল
মাছ খায় কড়কড়ে ভাজা আজকাল
রাগ হলে বিড়বিড় আওরায় জাদু
বলে শোন চুপচাপ “আমি তোর দাদু”।
নিয়ে আয় দই বড়া মাটনটা ঝাঁঝ কড়া
এককাপ লাচ্ছি সাথে করে কাচ্চি
টসটসে টমেটো গাজরটা তাজা
মুখ তার রাশভারি গোঁফ নেড়ে দেয় ঝারি
ভয়ে আমি ভৃত্য করে যাই কৃত্য
সাদা টম বাড়িটার রাজা।