লোকগান(মোহন বন্ধু)
.
ফজলে রাব্বি নবাব
মোহন মোহন বন্ধু তোমার গহন জুড়ে লুকাইয়্যা,
দহন জ্বালা জ্বলি আজো সহন নাযায় কোঁকাইয়্যা।
বন্ধু ক্যান মারিলা,বন্ধু ক্যান মারিলা।(২)
.
বন্ধু তোমার অবয়বে,
কতকেযে চায় নীরবে।
অতশত ভেবে কেন হাতটা বাড়িলা..(২)
বন্ধু ক্যান মারিলা,বন্ধু ক্যান মারিলা।
.
বন্ধু তোমার অনুভবে,
জায়গা করেছিনু তবে।
কী এমন অপরাধে ভাবটা ছাড়িলা..(২)
বন্ধু ক্যান মারিলা,বন্ধু ক্যান মারিলা।
.
বন্ধু তোমার ভালোবাসা,
তন্দ্রা চোখে স্বপ্ন আশা।
সাধনের স্বপ্নটারে ভাঙতে পারিলা…(২)
বন্ধু ক্যান মারিলা,বন্ধু ক্যান মারিলা।