লকডাউননামা আট-তেরো
খন্দকার জাহাঙ্গীর হুসাইন
০৮
লকডাউনের সময় এখন
বাইরে যারা ঘোরে
একটি দলের স্বভাব তারা
আড্ডা মারে মোড়ে।
০৯
নাই কোন কাজ তবু তারা
ঘুরতে বেরোয় রোজ
লকডাউনের অভাব দেখেও
করছে ভূড়ি ভোজ।
১০
কিছু লোকের হয়না বিবেক
জেগে ওঠার কাজ
রোগ জীবানু ছড়ায় তারা
নাইকো মোটে লাজ।
১১
লকডাউনের আরো খবর
ইচ্ছে আছে বলার
কিন্তু আমি চাইনে বন্ধু
খবর দিতে তলার।
১২
তলার খবর থাকুক তলায়
উঁচু তলার পরে
চলছে গাড়ী ব্যাক্তিগত
কে তাহারে ধরে?
১৩
নিষেধ আছে রিকশা চলার
মটরবাইক হাঁকা
কারগাড়ীটা দাপায় দেখি
সারাদেশও ঢাকা।
প্রিয় কবি খন্দকার, তব লকডাউননামা ০৮-১৩ চমৎকার।
শোন কবি, আছে আদেশ, আছে নিষেধ সবই যে কাগজের পাতায়।
লকডাউন আর শাটডাউনে, সবাই দেখি বাজার-ঘাটে ছাতা মাথায়।
উপর তলা, নীচের তলা সবই এখন জ্ঞাতী ভাই।
গোলেমালে, তালমিলিয়ে আমরা এখন চলে যাই।
যারা এখন পরের মাথায় বেল ভাঙ্গিয়া খাচ্ছে কবি।
সত্যি করে বলছি আমি, তাদের ঔষধ নিতি কবির কাছে আসতি হবি।