রেদওয়ানুল করিম রনজু’র
ঈদের কবিতা
উট,দুম্বা,গরু,মহিষ,খাসি,ভেড়া শুধু নয়
নিজের ভেতরের নির্বোধত্ব আগে
বিসর্জন দিতে হয়।।
জাগতিক লোভ লালসা ও কামনা
বাসনার ওপর নিয়ন্ত্রণ আরোপ করে
পশু প্রবৃত্তির ওপর বিজয় অর্জনই
কোরবানির প্রকৃত শিক্ষা।।
আত্মত্যাগ, আত্মসুদ্ধি, এবং আল্লাহর সঙ্গে বান্দার ভালবাসার নিদর্শন কোরবানি।।
কোরবানি মনুষ্যত্ববোধের এক
স্বচ্ছ জাগরনী বার্তা নিয়ে আসে।।
কোরবানি হচ্ছে আল্লাহর পক্ষথেকে
কল্যানময় নিদর্শন, আর সে কল্যানকে যথাযথ ভাবে কাজে লাগানোই মোমিনের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত।।
আল্লাহর দরবারে পশু কোরবানির
মাধ্যমে প্রস্ফুটিত হয় ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন।।
আল্লাহর সন্তুষ্টি ও তার কৃপালাভের
অন্যতম প্রধান মাধ্যম সব থেকে
প্রিয় প্রাণী কোরবানি করা।।
অথচ নির্লিপ্ত, নির্লজ্জ প্রচার প্রচারণার ডামাডোলের
প্রতিযোগিতায় মত্ত হয়ে স্রষ্টার নির্দেশনা, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, আত্মশুদ্ধি,আত্মত্যাগ,সম্প্রীতির বন্ধন কে পাশ কাটিয়ে
কে করে বেশি দামে কোরবানির পশু কিনে
প্রতিষ্ঠিত হোলাম সমাজের নামি ও দামী হিসাবে সেটাই যেন নিয়মে পরিনত।।
যেখানে উপেক্ষিত অসহায় পরিবার, নিকটআত্মীয়,প্রতিবেশী,
সমাজের নিপীড়িত নির্যাতিত খেটে খাওয়া মানুষ গুলো।।
পশু কোরবানির সাথে সাথে নিজেদের মধ্যেকার পশুত্ব কেও কোরবানির মাধ্যমেসকলের মাঝে খুশি ভাগাভাগি করে আল্লাহর
সন্তুষ্টি অর্জনই হোক কোরবানির মূলমন্ত্র ।।
রেওক
জুন ১৫, ২০২৪