কে’গো কবি //রেজা মোহাম্মদ
হয়ে ভোর কাটিলো ঘোর
কবিতার সকাল বেলায়
নিখিল পৃথিবীর উল্লাস আঁকিলো
মোর চিত্ত মেলায়!
কে’গো কবি?
নজরুল রবি
মোর শূন্য ধরায় ভেসে
আঁধারিয়া রসাত্মক রসা,
আলো জ্বাললে নিশিথে এসে!
প্রেয়সীর প্রথম প্রেম উল্লাস আনিলে চিত্তে
ফিরায়ে তোমাতে সঁপিনু নিখিল প্রেম
শূন্য মনো তীরে ভিরায়ে!
আজিকা আমি,
সেই আমি নই,
আমাতে তুমি বিরাজ
আশিশ করো গুরু কলমে
করিতে ব্যক্তি কল্যাণ কাজ।