লোহার পাখি
রহমান মাজিদ
কড়াৎ কড়াৎ কড়াৎ
লোহার পাখি যাচ্ছে উড়ে
সুর যে সরাৎ সরাৎ।
লোহার পাখি কোথায় যাবে
ইউরোপ-আমেরিকা?
লাফিয়ে চেঁচায় ছাদে খোকা
ইউরেকা ইউরেকা।
ডানায় মেখে হাওয়ার পরাগ
উড়ছে পাখি রোজ
এক পলকে পাহাড় ডিঙায়
দেয় ক্যামেরায় পোজ।
হিরায় গড়া পাখির দেহ
রুপোর ঝিলিক খিলে
সোনার ঠোঁটে খাচ্ছে পাখি
আস্ত মানুষ গিলে।
পেটের ভিতর মানুষগুলা
চিবোয় মওত বীজ
পাখি ও নয় কুমির ও নয়
আজব সে এক চিজ।