রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের সাহিত্য বৈঠক অনুষ্ঠিত
১৪ই জুলাই ২০২৩ শুক্রবার সন্ধ্যায় রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদ কার্যালয়ে সময় টিভির ব্যুরো চীফ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত রতন সরকার -কে নিবেদিত ১১০৮- তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি হাসনা হেনা বেগম রোজী। সাংবাদিক রতন সরকারের অকাল মৃত্যুতে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম (সাবেক বিভাগীয় প্রধান, বাংলা কারমাইকেল কলেজ রংপুর) , পরিষদ উপদেষ্টা, লেখক এড. মাসুম হাসান,, সহ সভাপতি সুনীল সরকার( সিনিয়র শিক্ষক, ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর) অর্থ সম্পাদক মাহমুদা চৌধুরী। কবিতা পাঠে অংশ নেন, পরিষদ উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ, কবি ও লেখক নূর-ই-ইলাহী, সুনীল সরকার, হাই হাফিজ, আফজাল হোসেন, খন্দকার মাহফুজার রহমান, , সরকার বাবলু, তাপস কুমার রায় ও এ টি এম মোর্শেদ। ছড়া পাঠ করেন আফরোজা বেগম ও গোলাম রব্বানী। অণু গল্প পাঠ করেন এ এস এম হাবিবুর রহমান ও নূর উন নবী। কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী জাফরিন তন্বী। ” বুকস্টলে কবি শামসুর রাহমানের সঙ্গে যেভাবে পরিচয় ঘটেছিল কবি শহীদ কাদরীর ” শিরোনামে আলোচনা করেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম। ফরাসি ঔপন্যাসিক মিলান কুন্ডেরা সম্পর্কে আলোচনা করেন কবি মামুন উর- রশিদ। নজরুল সঙ্গীত পরিবেশন করেন উপদেষ্টা নারায়ণ চন্দ্র বর্মা, রবীন্দ্র সংঙ্গীত পরিবেশন করেন পুষ্পজিৎ রায়, এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী চম্পক পাল, স্বপন কুমার পাল ও মিনার বসুনীয়া। বৈঠকে পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন কবি আফজাল হোসেন। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মন্ডল।