আমায় যেদিন ডাকবে কবর
নিঝুম বাঁশের ঝাঁড়ে
মসজিদের ওই চারপায়াটা
আসবে আমার দ্বারে
সাদা কাপড় সুবাস দিয়া
সাজাইয়ো আমারে।
(তোমারা) সাদা কাপড় সুবাস দিয়া
সাজাইয়ো আমারে।
কেউ ফেলো না চোখের পানি
কইরো শুধু দু’আ
পাই যেন গো প্রভুর নাজাত
রহমতেরই ছোঁয়া।
আমার উপর তোমরা কেহ
নাখোশ থাইকো না-রে।।
পাই যেন গো জান্নাতী ফুল
পরম সুখের বাসা
আল্লাহ্ যেন কবুল করেন
এই হৃদয়ের আশা।
তোমরা আমায় কইরো স্মরণ
ভুইলা যাইও না-রে।।
মাটির নিচে থাকবো একা
কত শত মাস
কবর মাটি জড়িয়ে নিবে
অবুঝ-সবুজ ঘাস।
আমার কবর জিয়ারতে
যাইও বারে বারে।।