কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ে “পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২৩” পালিত।
কুষ্টিয়ার খোকসা উপজেলার অন্তর্গত মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠান “পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২৩” পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত ওয়ারেণ্ট অফিসার, খোকসা ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল মালেক, বিদ্যোৎসাহী সদস্য মোঃ শামসুজ্জামান দীন, প্রধান শিক্ষক মোঃ হাসান আলী মোল্লা, সহকারী শিক্ষক (গণিত) মোঃ সেলিম হোসেন, মৌসুমী খাতুন, তাসলিমা খাতুন, রোকেয়া খাতুন, তাহমিনা খাতুন প্রমূখ।
বই বিতরন কালে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় ও জ্ঞানগর্ভ সংক্ষিপ্ত আলোচনা করেন।