টিয়ে
মোঃ হোসেন আলী
মনের সুখে গান ধরেছে
বনের পাখি টিয়ে
ঢোল বাজায় তার তালে তালে
ময়নার নাকি বিয়ে।
বর সেজেছে ফিঙে রাজা
টপর মাথায় দিয়ে
বরের সাথে শিয়াল মামা
যাবে সাথী নিয়ে।
বনের রাজা সিংহ মশাই
মাংস খাবে বলে
খাওয়া ছেড়ে এসে বসে
বরযাত্রীদের দলে।
বাঘের পিঠে ইদুর ছানা
করছে হাঁকাহাঁকি
বিয়ে বাড়ি নাচতে হবে
কেউ দেবে না ফাঁকি।
দোয়েল কোয়েল শ্যামা ঘুঘু
যাবে দলে দলে
বক পাখিটা ধরবে পুঁটি
সঠিক সময় হলে।