লক্ষ হাজার বন্দনা
মোঃ নুরুল ইসলাম ফারুক
ওগো বিদ্রোহী বন্দনা করি আজো
আপনার সাথে যুদ্ধ করেছ তুমি আজীবন
আজো কবিতায় সে-রকম তুমি
বিদ্রোহী সাজো।
বন্দনা করি তোমার প্রেমের
একটি বক্ষে দোমুখী প্রেমের ছবি এঁকেছিলে
এক দিকে নারী আর দিকে দীন
গভীরতা সমানই রেখেছিলে।
তোমার কান্না তোমার হাসির বন্দনা শত
তুমি কাঁদিয়েছ তুমি হাসিয়েছ কত
তুমি চির শিশু, তুমি যৌবন,
তুমিই জীবিত লাশ,
এক হাতে তুমি বাজালে কী বাঁশি
আর হাতে দিলে বাঁশ।
তোমার বাঁশির তোমার বাঁশের বন্দনা
এ যে বাস্তব এ যে ছন্দনা।
আজও তোমায় লক্ষ হাজার বন্দনা।