মোঃ নজরুল ইসলাম এর দুটি কবিতা
আহ্বান
অরুণ আলোয় ডাকলো তরুণ
মধুর সুরে আয় রে আয়,
নতুন দ্বীনের মাহফিল হেথায়
আল কোরআনের বাণী শোনায়।
বে দ্বীন পাপের দিতে পরিত্রাণ,
ডাকছে বেলাল দিয়ে আযান,
আল্লাহু আকবর,আল্লাহু আকবর,
দূর মরু সাহারায়।।
নর নারী বৃদ্ধ যুবা শুনে
আল কোরআনের আহ্বান,
ইসলামের ঐ ছায়াতলে
বিলিয়ে দিল প্রাণ।
আল কোরআনের এই মাহফিলে,
আয় রে তোরা সবাই মিলে,
দুনিয়া দারীর মোহ ভুলে
প্রাণ সপি এক আল্লায়।
মোনাজাত
মালিক তোমার দরবারে,
হাত তুলেছি বারে বারে,
মোদের পাপের ক্ষমার তরে,
আমরা অবুজ, ছিল না বুজ,
পাপ করেছি জীবন ভরে।
মালিক তোমার দয়া চাই,
দিও না শাস্তি বিচার করে।
পাপ পুণ্যের হিসাব মানি,
মালিক তুমি রহিম জানি,
তাই তুলেছি হাত দুখানি,
ভালো রেখো আঁধার কবরে।
মালিক তুমি ত্রিভুবনের,
যা কিছু সৃষ্টি দৃশ্য অদৃশ্যের,
পবিত্র মহান অধিপতি বিশ্বের,
তোমারই মহিমা গাহি অন্তরে।