স্মৃতি
মোঃ নজরুল ইসলাম
মনে হয় এই তো সে দিন,সকাল বিকাল,
আমরা কজন দস্যি ছেলে, অনেক দামাল।
কিশোর বয়স, ছেলে বেলা,
মহানন্দে খেলেছি খেলা।
ইচ্ছে মত ঘোরাঘুরি, মাঠে মাঠে, বনে বনে,
নদীর পাড়ে, ক্ষেতের ধারে অনেক জনে।
পাখির বাসার পাখির ছানা,
লুকিয়ে গিয়ে পেড়ে আনা।
এইতো সে, আমরা কজন সৃষ্টি ছাড়া দস্যি ছেলে,
আম পেড়েছি,জাম পেড়েছি খুশির ডানা মেলে।
উড়ায় ঘুড়ি রঙিন ফানুস,
সূর্যি ডবে থাকে না হুস।
মায়ের তাড়া ঘরকে আয়,
আঁধার হলো ভয় কি নাই।
নামতা পড়ায় পাঠশালাতে,
মাস্টার মশাই লাঠি হাতে।
আমরা কজন দুষ্ট বাঁদর,
শুধুই করি হৈ হুল্লোড়।
ছুটির ঘন্টা শুনতে পেলেই,
বেরিয়ে পড়ি একটি দোড়েই।
ভোর দুপুরে সবাই মিলে,
গোল বেঁধেছি গোল্লা ছুটে,
এক্কা দুক্কা, কানামাছি
খেলতে গিয়ে পড়েছি লুটে।
আজ মনে হয় এই তো সে দিন,
স্মৃতি গুলো সব হয় কি মলিন।
ফেলে আসা দিন গুলো সেই,
থাকবে শুধু স্মৃতি হয়েই।
নজরুল ইসলাম
দর্শনা, চুয়াডাঙ্গা।