বেলা শেষে আজ
এ অবেলায়…
তুমি এলে —-
আমার আঙিনায়।
প্রতিক্ষার প্রহর শেষে
অপ্রত্যাশিত —
তোমার এ আগমন
আমাকে জ্বালায়।
বেশতো ছিলে তুমি
আমাকে ভুলে
ভ্রমর তো বসেনা কভু
গন্ধহীন ফুলে।
পথ ভুলে নাকি —
মন ভুলে তুমি
এসে পড়েছ এক
ভুল গন্তব্যে।
তোমার স্বামীর অনেক টাকা
লোকটাও নামি- দামী
মুল্যহীন আর অচল মানুষ
একমাত্র আমি।
তবু কেন আসলে ফিরে
স্বামীর সংসার ছেড়ে
অচল মানুষ হয়নি সচল
নেয়নি,তোমার ভালবাসা কেড়ে।
তোমার দেওয়া কষ্ট নিয়ে
সুখেই আছি আমি
শেষ বেলাতে ফিরে এসে
করছো,এ কোন পাগলামি?
যাও ফিরে যাও, স্বামীর ঘরে
বেলা শেষের আগে
“শেষ মিনতি” জানাই তোমায়
গভীর অনুরাগে।
অনুভব
বদলে যাওয়ার হাওয়া পেয়ে
বদলে গেলে তুমি
তোমায় ছাড়া জীবনটা মোর
ধূ — ধূ মরুভূমি।
তোমার দেওয়া শেষ উপহার
আগলে রাখি আমি
মুল্য আমার খুব সামান্য
তুমিই বেশি দামী।
সকাল – সন্ধ্যা তোমায় ভেবে
কাটে আমার বেলা
ভালবেসে পেলাম শুধু
তোমার অবহেলা।
স্বপ্ন দেখা ভুল ছিল কী–?
মিছে ছিল আশা —-?
অভিনয়টা নিখুঁত তোমার
মিছে ভালবাসা।
বদলে যাওয়ার কষ্ট সয়ে –ও
বেসে যাবো ভালো
ভালোবাসার দীপ জ্বালিয়ে
দিয়ে যাবো আলো।
তোমার জন্য
তোমার জন্য সকাল- দুপুর
তোমার জন্য সন্ধ্যা
তোমার জন্য জুঁই – চামেলী
গোলাপ, রজনীগন্ধা।
তোমার জন্য শীত-গ্রীষ্ম
তোমার জন্য বসন্ত
তোমার জন্য বর্ষা- শরৎ
তোমার জন্য হেমন্ত।
তোমার জন্য দিতে পারি
হাজার ফোঁটা চোখের জল
তোমার জন্য গড়তে পারি
তোমার স্মৃতির তাজমহল।
তোমার জন্য সাগর- দীঘি
পাহাড় ঘেরা বন
তোমার জন্য আকাশ জুড়ে
তারার বিচরণ।
তোমার জন্য শীতের সকাল
শিশির ভেজা ঘাস
তোমার জন্য কাশফুল আর
শরতের নীল আকাশ।
উল্টোপথে যাত্রা
সত্য ও ন্যায় -নীতি
সব রেখেছি তুলে
শেষ কবে যে মানুষ ছিলাম
তাও গিয়েছি ভুলে।
সভ্যতাকে বিদায় দিয়ে
অসভ্য হই সব
মানুষ হলেও আজ আমাদের
পশুর অবয়ব।
চেতনা হারা অবচেতন মোরা
দেহ মন অবসন্ন
ভালবাসা ভুলে ঘৃনা করি তবু
করছে ধন্য ধন্য।
কর্তব্য কর্ম ভুলে গিয়ে আজ
তোষামোদ করে চলি
জ্বি স্যার, হ্যাঁ স্যার
ঠিক আছে স্যার সারাক্ষণ বলি।
অপরাধী ফেলে নিরপরাধীকে
দেই জেলে
কাঁদেনা হৃদয়, কাপেনা এ বুক
আমি খুব ভাল ছেলে।
গুণী জনের কদর বুঝিনা
দুর্জনকে করি কুর্ণিশ
ভাঙবে কবে বিভেদের দেয়াল
পাবো দোয়া – স্নেহাশিস।
প্রতিবাদীকে করি প্রতিরোধ
ফেলে শাসনের বেড়াজালে
শাসনের নামে করছি শোষন
সবার দৃষ্টির অন্তরালে ।
ক্ষমতা
ক্ষমতা আছে তাই
করবে, যখন যা মন চায়
সকাল বেলা গড়বে নিয়ম
ভাঙবে নিয়ম সন্ধ্যায়।
বিশ্বসেরা, বিদেশ ফেরা
তুমি তো জাত রেফারি
নয়-ছয় ও করতে পারো
নয়তো কোনো ব্যাপার-ই।
থাকতে খেলার সময় আরো
বাজাও খেলার শেষ বাঁশি
বিচারকের কলম হাতে
নির্দোষকে দাও ফাঁসি।
নিজেই নিয়ম ভঙ্গ করে
অন্যের কেন দাও দোহাই?
এমন নিয়ম করো কেন
মান্য করার নেই উপায়।
তালগাছটা আমার হলেই
মানবো সালিশ তাহলে
ক্ষমতা আছে আমার
এ কথাটা যাই বলে।
লাল কার্ডের ভয় দেখিয়ে
আর কতকাল রাখবে চুপ
বিশ্বেেসরা জাত রেফারি
দেখাও তোমার হরেক রুপ।