” ওপারের ডাক ”
মোঃ জিল্লুর রহমান লালন
ওপারের ডাক আসবে কবে
সেই আশাতে থাকি
ঘুমহীন চোখে রাত জেগে রই
নিশি পাখি যায় ডাকি।
আমার ও ছিল শৈশব – কৈশোর
যৌবনের দিনগুলি
কালের প্রবাহে বিবর্ণ আজ
জীবনের রংতুলি।
কপালের বলীরেখা দিচ্ছে জানান
বয়সের সমাহার
ঝাপসা চোখে, লাঠি হাতে চলি
এই মোর সমাচার।
জীবন সাথী,বন্ধু-স্বজন, বিদায় নিয়েছে
আমি আজ বড় একা
বৈঠকখানায় একলা আমি
পাইনা কারো দেখা।
বৃদ্ধ এ বয়সে অসহায় আমি
কতোই না মূল্যহীন
বাড়ছে বয়স, কমছে আয়ু
বাড়ছে ভা-ল-বা-সা-র ঋণ।
এ বুকে জমা হাজারো স্মৃতি
না বলা কতো যে কথা
কে আছে আমার, সমব্যথী আর
বুঝবে মনের দুঃখ -ব্যথা ।
এ ধরা মাঝে থাকবো না আমি
একদিন নেবো চিরবিদায়
হয়তো যত্নে, নয়তো অবহেলায়
রাখবে আমায়, আপন ঠিকানায়।
খুব সুন্দর
অনেক সুন্দর লাগলো।