কুষ্টিয়ার কুমারখালীর জোতমোড়া গ্রামের অদম্য মেধাবী এতিম সন্তান সোহান আহমেদের পাশে আর্থিক সহযোগীতা নিয়ে হাজির হয়েছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শিশুবেলায় পিতাকে হারানো সোহান আহমেদের মা ঢাকায় এক বাসায় ঝি এর কাজ করে। একমাত্র বোন ছিল সেও বিয়ে করে শ্বশুর বাড়ী। প্রতিবেশিদের সহায়তায় চলে সোহানের জীবন। দারুণ মেধাবী সে।এবার উচ্চ শিক্ষার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পেয়েছে সোহান। ভর্তির জন্য আর্থিক সামর্থ নেই, এই তথ্য জানতে পেরে এতিম ছাত্র সোহানের পাশে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নময় কুমারখালী‘ দাঁড়ালো। সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ শফিকুল ইসলামের পরামর্শে ইবিতে ভর্তির ব্যাপারে তাকে সহায়তা করে। এসময় উপস্থিত ছিল উপদেষ্টা রাকিবুল ইসলাম চুন্নু, সেক্রেটারি আসাদুজ্জামান খোকন, সদস্য মাজিদুল ইসলাম ও সভাপতি মাহমুদ শরীফ ।এই অর্থ পেয়ে তার ভর্তির ক্ষেত্রে আর্থিক সমস্যা দুর হলো বলে সোহান জানিয়েছে।