মেঠো পথ
মোহাম্মদ আকরাম হোসেন
মন কাড়ে মেঠো পথ আমাদের গাঁয়ে-
এঁকে বেঁকে চলে যায় তরুবিথী ছাঁয়ে।
রাখালের বাঁশি শুনে মেঠো পথ ডাকে,
শোন ভাই চলে আসো সবুজের বাঁকে।
সুখ হেথা খেলা করে ফসলের বুকে।
বেড়ে ওঠে ঘাসফুল হাসিমাখা মুখে।
ডানা মেলে প্রজাপতি উড়ে যায় দুরে।
মধুকর ঘরে ফেরে গুন গুন সুরে।
ছুটে চলে মেঠো পথ রাখালের গানে।
হেঁটে হেঁটে পাড়ি দেবে শহরের পানে।
ইচ্ছে তার চলে যাবে সীমাহীন দুরে।
দেখে নেবে শেষ কোথা বহু পথ ঘুরে।
দিনমান ঘুরে ঘুরে শেষ নাহি পায় ।
পরিশেষে ফিরে আসে আমাদের গাঁয়।
তারিখ-১৩/০৫/২৪