আজ নয়তো কালো আমায় চলে যেতে হবে
পৃথিবীর দিন শেষ হয়েছে মন বলছে ডেকে;
আকাশের পাপিয়া সেতো বলছে সূরে সূরে
ও মুসাফির পাততারী গোটাও সময় গেছে চলে।।
পান্থশালার সাথী যারা,ছিল রাতে সাথে
সকাল হতেই যার যার পথে যাচ্ছে এখন চলে;
ক্ষণিকের আশ্রয় পান্থশালা আগে বুঝি নেই
এখন কি করিব , কোথায় যাব নিজেই জানিনে।।
মৃদু হাঁসি মুখখানিতে সূরার খোরা হাতে
সাড়া রাতে দিল সূরা,এখন চিনিতে না পারে;
বলল সেতো মুখটি ঢেঁকে, মুসাফির যাও চলে
ক্ষণিক আশ্রয় পান্থশালা চিরদিনের নহে।।