জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি আমির হামযাকে তার কুষ্টিয়ার বাসা থেকে সোমবার বিকালে প্রশাসনের পরিচয়ে সাদা পোষাকধারী একদল লোক এসে তুলে নিয়ে গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আমীর হামযাকে সাদা পোষাকে প্রশাসনের পরিচয়ে তার কুষ্টিয়ার সদরের ডাবুরাভিটা নিজ বাড়ী থেকে নিয়ে গেছে। সোমবার (24.05.2021) বিকাল ৫টার দিকে আমির হামজা তারনিজ বাড়িতে গেলে তাকে নিয়ে যাওয়া হয় বলে তার পারিবারিক সূত্রে জানানো হয়।
মুফতি আমির হামজার দাদা জান মোহাম্মদ জানান,আমির হামজা আজকেই বাড়িতে তার মা-বাবার সাথে দেখা করতে এসেছিল। সে সময় প্রশাসনের পরিচয়ে তাকে নিয়ে গেছে।
মুফতি আমির হামজার স্ত্রী তামান্না সুলতানা জানায়,বিকাল ৫টার দিকে আমার শ্বশুর বাড়িতে ৬/৭ জন সাদা পায়জামা পাঞ্জাবী পরা ব্যক্তি প্রবেশ করে। কোন কিছু বলার আগেই তাকে হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে কালো একটি হাইচ গাড়ীতে তোলেন। পরে ওই পোষাকধারীরা গাড়ীতে উঠে তাদের কালো পোষাক কটি গায়ে দিয়ে গাড়ী টান দেন।
আমার স্বামীকে উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করছি।
মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের রিয়াজ সর্দারের ছেলে।
কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে তাকে পালিয়ে বেড়ানোর খবর প্রচার করেন। তবে তিনি সে বক্তব্য প্রত্যাক্ষান করে বিবৃতিও দেন। আমির হামজা বলেছিলেন আমি চোর নয় যে পালিয়ে বেড়াবো। এরই মধ্যে যশোর প্রোগাম শেষ করে বাড়িতে আসলে তাকে আটক করা হয়।