ওগো কবি দিশারীদের মত আমিও বলি তাই।
তুমি গর্জে ওঠো স্ফুলিঙ্গের মত আমি তা চাই।
কবি তব কবিতার বারুদের গন্ধে মুছে যাক অন্যায়।সকল দুরাচার,ব্যভিচার নিপাত যাক,তব কবিতার বন্যায়।
আছি, বলছিতো থাকবো, সদা সর্বদা ঢাল হাতে পাশে।
পাষণ্ডরা কালো হাত নিয়ে, যদি তোমায় রুখতে আসে।
জানি, তুমি নও ভীরু, তব আছে লেখনীর তরবারী।
তব পদ চিহ্ন পৌঁছিয়ে যাবে বাংলার বাড়ী বাড়ী।
জেগে ওঠো কবি, সাথে নিয়ে তোমার লেখনীর দুর্দমনীয় তলোয়ার।
ঘুচাতে হবে আজকের ঘোর অন্ধকার, বলেছেন দিগ্ববিজয়ী কবি দেলোয়ার।
আজ আছে যত কবিতার সৈনিক, লেখে যাক তারা দৈনিক।
অত্যাচারীর খড়গ, ভন্ড পূজারীর অর্ঘ নয়তো বড়, বড় তারা দৈহিক।
তাইতো তৈরী হতে হবে আমাদের লক্ষাধিক কবিতার নির্ভীক সৈনিক।
——–০——-