মুক্তিকে চিঠি লেখি, -‘ভালোবাসি বলে’
খন্দকার জাহাঙ্গীর হুসাইন
মুক্তিকে চিঠি লেখি, -‘ভালোবাসি বলে’
‘ভালোবাসি’ লেখা দেখে সেই- গেলো চলে,
আবারও একা আমি, নেই কারো টান
মুক্তির কামনাতে- পরাধীন প্রাণ।
মুক্তিকে চাই যতো, কাছে,পাশে আরো
ধাবমান, ব্যস্ততা বেড়ে যায় তারও
আমার নিকট যেনো, ‘খুব তার জ্বালা
‘ভালোবাসি’ শুনে তার এতো অবহেলা!
আসেনা মুক্তি মম, তিয়াসার বুকে
শিকলে শিকড় বাঁধা, মরি প্রাণ-ধুকে
আগুন আগুন খেলা, চেতনার থামে
বাঁধা পড়ে স্বাধীনতা, দন্ডিত কামে।
কামুক শিশ্ন তুলে, শিষ দিয়ে জেদী
সাজায়-বলাৎকারে-চেতনার বেদী
চেতনা তাদের এতো কোথা হতে আসে?
জানো কী- তার ভেদ, হে ভেকধারী দাসে?
মুক্তিকে বলি- ভেক ছেড়ে দিয়ে আয়-
আয়, ওর গতি বাড়ে, আরো জোড়ে ধায়।
আসেনা মুক্তি আর
মুক্ত জীবন? মর্ত্য-ভবে কে আর করিবে পার?