মিয়াসাবের দোষ-বু
খন্দকার জাহাঙ্গীর হুসাইন
বিড়িটারে ধরে তিনি গুরতর চুষলেন
ফাঁকে ফাঁকে অনেকের নাম ধরে দুষলেন।
রমজান গত হয়, গত হয় তারও দিন
রেস্তোরাঁয় বসে কন, ভাজা মাছ আরো দিন।
দেরী দেখে মিয়াসাব আরো বেশি ফুঁসলেন
আমাশয় রোগে কেশে-ব্যথা চাপ ঘুচলেন।
আয় হায় মুশকিল- রয়ে গেলো দুধ, দই
আমাশয় রোগে প্যান্ট র’লোনাকো শুদ্ধই।
আজকাল মিয়াসাবের-ভ্রু থাকে কুঁচকে
কালিমেখে কুচকুচে কালো রাখে মুচকে।
মিছে তারে কই দাদু- আছি আমি মুগ্ধই
নাজাসাত মেখে গায়ে -গালি দেওয়া যুদ্ধই!
মিয়াসাব মাদবর, সাত গাঁয়ে নাম ডাক
চুলকানি রোগে মাখেন সারাগায়ে জামবাক
মলমের ক্যামিকেলে বিদঘুটে ফ্লেভার
মিয়াসাব দাদুকে তা করে তোলে ক্লেভার
ভাব নিয়ে বলে-দেখো, আরবীয় খোশবু!
আমি বলি, মিয়াসাব-স্বভাবীয় দোষ-বু।
০১.০৪.২০২৪
সাভার