মায়ের আদেশ
ইস্তেকবাল চয়ন
মা বলেছেন পড়বে সদা
পাঠশালাতে মন দিয়ে।
মিথ্যা তুমি বলবে নাকো
কভূ তোমার মুখ দিয়ে।
মা বলেছেন বলবে কথা
আদব সহ সবখানে।
ভাল মানুষ হতে হলে
চলতে হবে সাবধানে।
মা বলেছেন পড়বে নামাজ
ভক্তি দিয়ে মন খুলে।
হাদীস কালাম চলবে মেনে
যাবেনা কোরআন ভূলে।
কথাগুলো মাথায় রেখে
চলবো আমি সব সনে।
মায়ের আদেশ করবো পালন
পণ করেছি মোর প্রাণে।