গতকাল শনিবার ১৮/০৬/২০২৩ ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, কাকরাইলে বৃহত্তর কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী পুনর্মিলনী ২০২২ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বিচারপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যারিস্টার এম,আমীর উল ইসলামের সভাপতিত্বে এ্যাড. হামিদুর রহমানের সঞ্চালনায় এডভোকেট রেজাউল ইসলাম রেজার পবিত্র আল কুরানের সূরা আল নিসার ১৩৫ আয়াত তেলাওয়াত ও বাংলা অনুবাদের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে আরম্ভ হয়।
প্রধান বিচারপতি তার মূল্যবান আলোচনায় বলেন, জবাবদিহির অনুভূতি, সততা ও বিচার প্রার্থীদের প্রতি মানবিক আচরণ ব্যতিত ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। ধৈর্যের সাথে কঠোর পরিশ্রম ও পেশার প্রতি একাগ্রতার মাধ্যমে একজন দক্ষ আইনজীবী হিসাবে নিজেকে গড়ে তোলা সম্ভব। আরো আলোচনা করেন, মাননীয় বিচারপতি আবু জাফর সিদ্দিকী, হাফিজুল আলম।বাংলাদেশের এ্যাটর্নিজেনারেল এম আমি উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সমিতির সভাপতি এড আ কা ম সরওয়ার জাহান বাদশা এমপি সেক্রেটারি এড খালেকুজ্জামান উদযাপন কমিটির সদস্য সচিত্র ব্যরিস্টার রাগিব রউফ চৌধুরী। অন্যান্য সিনিয়র আইনজীবীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন হয়েছে।