মানবাধিকারের ধারণা ও বৈশ্বিক প্রেক্ষাপট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সেন্টার ফর হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল রিসার্চ এর উদ্যোগে শুক্রবার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের
আব্দুস সালাম হলরুমে মানবাধিকারের ধারণা ও বৈশ্বিক প্রেক্ষাপট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আবদুল মতিন,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড.নকিব মাহমুদ নসরুল্লাহ।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি এ্যাড. মাসদার হোসেন। মূল প্রবন্ধ পাঠ করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট একেএম বদরুদ্দোজা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাভোকেট মোহাম্মদ শফিকুর রহমান। শুক্রবার সকাল ১০টার সময় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম রেজার সুললিত কণ্ঠে অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়।
এতে বক্তারা ফিলিস্তিনের জনগণের উপর ইজরায়েল কর্তৃক বর্বরোচিত হামলার বিরুদ্ধ তীব্র নিন্দা জানিয়েছেন।
বক্তারা বাংলাদেশসহ বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতির অবনতি ও সংকট নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি আইনজীবী ও মানবাধিকার কর্মীরা।