আলিম, ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ/ উপাধ্যক্ষ পদে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর সর্বশেষ সংশোধনী ২৩ নভেম্বর২০২০ এর পরিশিষ্ঠ “ঘ” তে উল্লেখিত অভিজ্ঞতা বিধি সংশোধন করতঃ ৮ম এবং ৭ম গ্রেডে কর্মরত অরবি প্রভাষকদের অধ্যক্ষ/ উপাধ্যক্ষ পদে আবেদনের সুযোগ প্রদান প্রসঙ্গে কিছু কথা বলতে চাই।
জাতীয় বেতন স্কেল ২০১৫ ইংএর বেতন গ্রেড অনুয়ায়ী আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় মোট ৩ টি গ্রেডের প্রভাষক বিদ্যমান ।
১। প্রভাষক গ্রেড নবম (প্রভাষক পদে চাকরি শুরু)।
২। প্রভাষক গ্রেড অষ্টম। ( নবম গ্রেডে ১০ বছর চাকরি করার পর বিধি অনুয়ায়ী অষ্টম গ্রেডে উন্নিত হয়)।
৩। প্রভাষক গ্রেড সপ্তম। (০৪/০২/২০১০ ইং সালের বিধি অনুয়ায়ী ০৮ বছর চাকরি করার পর একটি সিলেকশন গ্রেড পেয়ে সবচেয়ে সিনিয়র প্রভাষক। মাঠ পর্যায়ে অনুসন্ধানে জানা যায় যে, মাদরাসার প্রশাসনিক, একাডেমিক ও আধুনিক প্রযুক্তি গত সকল উন্নয়নে প্রভাষক পর্যায়ের শিক্ষকদের অবদানই প্রায় ৯৫ শতাংশ। অথচ অষ্টম ও সপ্তম গ্রেডের প্রভাষকদের অধ্যক্ষ/ উপাধ্যক্ষ পদে আবেদনের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল ১৯ জুলাই ২০১৮ ইং জারিকৃত নিতিমালাতে। যা সংশোধন এর জন্যে বিভিন্ন পর্যায থেকে সুপারিশ করা হয়েছিল। বিজ্ঞ মহল ও সিনিয়ার প্রভাষক (গ্রেড অষ্টম ও সপ্তম) এর সুপারিশ আমলে নিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ১৯/০২/২০২০ ইং তারিখে ১২তম সিন্ডিকেটে বেসরকারি মাদরাসা শিক্ষক-কর্মচারী চাকরির শর্তাবলি সংক্রান্ত প্রবিধান/২০১৯ এর সংশোধনী (১) অনুমেদিত এর ৩ পৃষ্ঠার ক্রমিক নং ২.৬ এ বর্ণিত উপাধ্যক্ষ পদের জন্য ৪ পৃষ্ঠায় ক্রমিক নং ২.৭ এ বর্ণিত(খ)অভিজ্ঞতা অংশে সহকারী অধ্যাপক/প্রভাষক (আরবি)পদে ৩ বছরের অভিজ্ঞতা সহ প্রভাষক পদে ১২ বছরের অভিজ্ঞতা নির্ধারন করা হয়েছে। অথচ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ ( ২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) নীতিমালাতে আরবি বিশ^বিদ্যালয়ের উল্লিখিত নীতিমালার সাথে সমন্ময় না করেই পূর্বের মতই সিনিয়র প্রভাষক গেড ৮ ও গ্রেড ৭ এ কর্মরত সিনিয়ার প্রভাষকদের অধ্যক্ষ/ উপাধ্যক্ষ পদের আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। অধ্যক্ষ/ উপাধ্যক্ষ পদের জন্য সর্বশেষ সংশোধিত নীতিমালা ২৩ নভেম্বর ২০২০ এর পরিশিষ্ঠ “ঘ” তে বর্ণিত সহকারী অধ্যাপক পদে ৩ বছরের অভিজ্ঞতার শর্ত দেওয়া হয়েছে। সহকারী অধ্যাপক (গ্রেড ৬ )এর সংখ্যা অতি নগন্য। এদের মধ্যে আবার জেনারেল বিষয়েও সহকারী অধ্যাপক গন অধ্যক্ষ/ উপাধ্যক্ষ হতে পারবে না । ৮ম গ্রেড ও ৭ম গ্রেডের আরবি প্রভাষকদের অধিকার কেড়ে নিয়ে শূন্যতা সৃষ্ঠিকরে সেই যায়গায় দাখিল মাদরাসার(মাধ্যমিক বিদ্যালয়) সহসুপার গ্রেড ৮ ও সুপার গ্রেড ৭ পদের অভিজ্ঞতাকে মাদরাসার অধ্যক্ষ/ উপাধ্যক্ষ পদের জন্য শর্ত আরোপ করা হয়েছে। আশ্চর্য জনক যে, দাখিল মাদরাসার সহসুপার পদের জন্য অভিজ্ঞতা নির্ধারন করা হয়েছে এবতেদায়ী প্রধান গ্রেড ১১ পদে ১৫ বছরের অভিজ্ঞতা/ দাখিল মাদরাসার সহকারী মৌলবী গ্রেড ১০ পদে ১০বছরের অভিজ্ঞতা। (নীতিমালা ২০২০ এর ২৫ পৃষ্ঠার ক্রমিক নং ১৭ দ্রষ্ঠব্য) উল্লেখ্য যে, এবতেদায়ী প্রধানের পদের জন্য অভিজ্ঞতা নির্ধারন করা হয়েছে এবতেদায়ী জুনিয়ার মৌলবী পদে গ্রেড ১৬ এর ৮ বছরের অভিজ্ঞতা (নীতিমালা ২০২০ এর ২৯ পৃষ্ঠার ক্রমিন নং ৩১ দ্রষ্ঠব্য)। দেখা যাচ্ছে যে, এবতেদায়ী জুনিয়র মৌলবী গ্রেড ১৬ থেকে এবতেদায়ী প্রধান গ্রেড ১১/ দাখিল মাদরাসার সহকারী মৌলবী পদে গ্রেড ১০ এর অভিজ্ঞতা নিয়ে সরাসরি দাখিল মাদরাসার সহ-সুপার গ্রেড ৮ এর অভিজ্ঞতা নিয়ে সরাসরি ইন্টারমিডিয়েট কলেজ পর্যায় আলিম মাদরাসার উপাধ্যক্ষ পদে গ্রেড ৬ এ আবেদনের সুযোগ পাচ্ছে এবং একইভাবে সুপার পদে গ্রেড ৭ এর অভিজ্ঞতা নিয়ে আলিম মাদরাসার অধ্যক্ষ পদে আবেদনের সুযোগ পাচ্ছে। কিন্তু উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারমিডিয়েট, ডিগ্রী কলেজ ও মাষ্টার্স কলেজের সমমানের প্রতিষ্ঠান আলিম, ফাজিল ও কামিল মাদরাসার মেধাবী, যোগ্য, দক্ষ, অভিজ্ঞ উচ্চ স্তরের গ্রেড ৮ ও গ্রেড ৭ এ কর্মরত প্রভাষকগণ আলিম মাদরাসার অধ্যক্ষ গ্রেড ৫ ও উপাধ্যক্ষ গ্রেড ৬ আবেদন করতে পারছে না। কোন সচেতন ও বিবেকবান মহলের পক্ষে এই নীতি প্রনয়ণ করা কিছুতেই সম্ভব নয়। যেখানে প্রাইমারি স্কুলের ডিগ্রী পাশের নিচে কেউই সহকারী শিক্ষক হতে পারবে না মর্মে বিধি আছে এবং বিসিএস, নন ক্যাডার থেকে অনেকেই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন। সেই একই সমস্তরে/সমমানের প্রতিষ্ঠান এবতেদায়ী মাদরাসার সহকারী মৌলবী গ্রেড ১৬ থেকে এবতেদায়ী প্রধান গ্রেড ১১ যদি দাখিল মাদরাসার সহ-সুপার গ্রেড ৮ পদের অভিজ্ঞতা নিয়ে আলিম মাদরাসার উপাধ্যক্ষ (গ্রেড ৬ ) এবং পর্যায় ক্রমে অধ্যক্ষ (গ্রেড ৫)পদে আবেদনের সুযোগ পায়, তাহলে গ্রেড ৮ ও গ্রেড ৭ এ কর্মরত আরবি প্রভাষকগণ সহ-সুপার পদের উপরের গ্রেড এবং সুপার পদের সমগ্রেডে চাকরি করার পরেও কেন আলিম, ফাজিল মাদরাসার অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদে আবেদন করতে পারবে না! তাহলে বুঝতে হবে মাদরাসার শিক্ষা ব্যবস্থা কত উন্নত হতে পারে! অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদের জন্য উল্লেখিত অভিজ্ঞতা বিধি নিয়ে ইতোমধ্যেই বিজ্ঞ সমাজে উপহাসের জন্ম দিয়েছে, যা বাতিল হওয়া একান্ত প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন গ্রেড ৮ম ও গ্রেড ৭ম কর্মরত আরবি প্রভাষকদের আলিম, ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদে আবেদনের সুযোগ দিতে সর্বশেষ সংশোধিত নীতিমালা ২৩ নভেম্বর ২০২০ এর পরিশিষ্ঠ “ঘ” তে উল্লেখিত অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদের জন্য কাঙ্খিত অভিজ্ঞতা বিধি সংশোধন করতঃ গ্রেড ৮ম ও গ্রেড ৭ম তিন বছরের অভিজ্ঞতা এবং প্রভাষক আরবি পদে ৯ বছরের অভিজ্ঞতা সহ মোট ১২ বছরের অভিজ্ঞতা বিধি সংযোজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবী।
মুহাম্মদ আবুল কালাম আজাদ
প্রভাষক আরবি (গ্রেড ৭)
পাংশা শাহজুঁই কামিল মাদরাসা
পাংশা, রাজবাড়ী