মাটির মানুষ
হামিদা আনজুমান
গাছ গাছালি সবুজ ছায়ায় ঘেরা
দেশটা আমার ছিলো একদিন সেরা।
নদীর জলে পাল তোলা নাও বেয়ে
চলতো মাঝি ভাটিয়ালী গেয়ে
গুণটানা সব গয়না নৌকা দিয়ে
বাণিজ্যেতে যেতো মানুষ নিয়ে।
খালে বিলে ছিলো মাছের মেলা
পাখ-পাখালি করতো গাছে খেলা
সুলভ ছিলো সকল রকম পণ্য
সে দিনগুলো ছিলো ভীষণ অন্য।
লোভ লালসা যবর দখল অনিয়ম
বিচার হতো, ছিলো এসব খুবই কম
ভেজাল, দূষণ, ভোগ ছিলো না তখন
মাটির মানুষ ছিলো সবে যখন।
যান্ত্রিকতায় এখন সবাই অন্য
ছুটছে কেবল নিজের লাভের জন্য।