মাটির ঘরের যাত্রী মোরা
মোঃ খলিল বিশ্বাস
শক্তি আর ক্ষমতা
কারও চিরস্থায়ী নয়
তিলে তিলে দেহের শক্তি
হয়ে যাচ্ছে ক্ষয়।
ক্ষয় হচ্ছে আয়ু কমছে
প্রতি দমে দমে
কিসের এত বাহাদুরি
মানব দেখাও পৃথিবীতে।
ডাক আসলে যেতে হবে
যতই ক্ষমতাবান হও
মাটির তৈরি মানুষ হয়ে
ক্ষমতা কোথায় পাও।
নিঃশ্বাসের বিশ্বাস নেই
রাখতে হবে মনে
শক্তির বড়াই ছাড়তে হবে
শেষ বিদায়ের আগে।
দেখছি কতো ক্ষমতাবান
যাচ্ছে বিদায় নিয়ে
শেষ ঠিকানা সবারই সমান
সাড়ে তিন হাত ঘরে।
মাটি থেকে তৈরি মোরা
আবার হবো মাটি
তাই মাটির ঘরে যাবার আগে
হতে হবে খাঁটি।
মাটির ঘরের যাত্রী মোরা
ক্ষমতাহীন মানুষ
দেখাবো না ক্ষমতা আর
থাকে যদি হুঁশ।