স্টাফ রিপোর্টার, পাংশা, রাজবাড়ী।
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ও কলিমহর ইউনিয়নের মহনায় তর্ত্তিপুর মোড় এলাকায় এক ব্যবসায়ীকে মারপিট করার জের ধরে ব্যবসায়ীরা অর্ধবেলা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন।
জনাগেছে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই বাজারের ব্যবসায়ী সাবেক বিজিবি সদস্য মোক্তাদিরকে মারধর করেছে বাজার কমিটির সভাপতি লিটন প্রামানিক ও তার লোকজন। ব্যবসায়ী মোক্তাদির গুরুত্ব আহত তাকে প্রথমে পাংশা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা এখনও আংস্কাজনক বলে জানিয়েছেন তার পিতা আজগর আলী।
স্থানীয় ব্যবসায়ীরা জানান মোক্তাদিরের দোকানে ইতি পূর্বে টিন কেটে চুরি করেছিল সংঘবন্ধ চোরের দল। সে সময় বাজারের সভাপতিসহ ব্যবসায়িক নেতাদের বলেছিল কোন ফল আসেনি তাতে বৃহস্পতিবার পূনরায় তার দোকানে চুরি সংঘটিত হওয়ায় বাজারের সভাপতির কাছে কৈফিয়ত চাইলে সভাপতি ও তার লোকজন তার উপর হামলা করে এ ঘটনায় পাংশা থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী মুক্তাদিরের পিতা আজগর আলী।
একাধীক ব্যবসায়ীরা জানান কোন নির্বাচন ছাড়ায় বাজারের সভাপতি বনে গিয়েছেন লিটন মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র আর্শিবাদপুষ্ট হওয়ায় কোন প্রকার নির্বাচন ছাড়াই তিনি সভাপতি হন। বাজারের সভাপতি হওয়ার পর থেকেই লিটন প্রামাণিক বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীদের হয়রানী করে আসছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের।
নাম প্রকাশ না করার শর্তে, ওই এলাকার মানুষ বলেন, লিটন প্রামাণিক এর সাথে স্থানীয় চোর চক্রের রয়েছে নিবিড় যোগাযোগ। ফলে কোন ব্যাবসায়ীর সাথে মতদ্বন্দ্ব হলেই ব্যাবসা প্রতিষ্ঠানে ঘটে দূর্ধর্ষ চুরির ঘটনা।
এ ঘটনায় বৃহস্পতিবার অর্ধ বেলা ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন আশরাফ মার্কেট ও আশপাশের দোকানদারা। দুপুরের পরে বাজার স্বাভাবিক হয়। এ ব্যাপারে বাজারের সভাপতি লিটন প্রামাণিকের সাথে কথা হলে তিনি মারধর করার কথা স্বীকার করে বলেন- ওই ব্যবসায়ীর কথাবার্তা ভাল না সে সকলের উপস্থিতিতে আমাকে মারতে আসলে আমি প্রতিহত করতে গিয়ে তার মাখায় আঘাত লেগেছে। এ ঘটনায় মাছপাড়া ডন মোড় এলাকার ব্যবসায়ীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করতে দেখা যায়। ঘটনার পরপরই পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।