মাগো তুমি আশার আলো
মনির চৌধুরী
মাগো তুমি আশার আলো তুমি চাঁদের হাসি,
তাই তো আমি দিবানিশি তোমায় ভালোবাসি।
তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পীর আঁকা ছবি,
তুমি আমার রাতের তারা সকাল বেলার রবি।
তুমি আমার জীবন-মরণ তুমি আপনজন,
তোমার কাছে ছুটে যাই যে আমার অবুঝ মন।
তোমার মত আদর-সোহাগ পায়নি কারো কাছে,
এই দুনিয়ায় তুমি ছাড়া সবই যেনো মিছে।
আমার কোনো অসুখ হলে করতে কতো যতন,
হঠাৎ করে পড়ে গেলে বলতে মানিক রতন।
কতো দুঃখ-কষ্ট করে আমায় দিলে গড়ে,
কোন অচেনা সুখের আশায় জীবন মাটি করে।