“প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন, শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার ২০ মার্চ সকাল ১১ টায় মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হলরুমে টিটিসির আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মাগুরা টিটিসির অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে অভিবাসন ও দক্ষতা উন্নয়নে করণীয় শীর্ষক দীর্ঘ বক্তৃতা দেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম বাবুল ফকির সহ ৫০- ৬০ জন বিদেশগামী প্রার্থীরা, সেমিনার শেষে বিদেশগামী প্রার্থীরা উক্ত সেমিনারের জন্যে কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।