মহীয়ান
শামীম শাহাবুদ্দীন
গানের পাখির কথা কবিতায় বলি
তাঁর আদর্শে পথ চিরদিন চলি
মানুষের কথা তিনি বলতেন আগে
দুখীরে নিতেন বুকে কি যে অনুরাগে!
জালিমের কাছে তিনি সিসার প্রাচীর
শোষকেরা তাঁর ভয়ে ছিল অস্থির
মানবতাবাদী তিনি নাই তাঁর তুল
কবিতা ও গান ছিল তাঁর অনুকূল।
মহান মানব তিনি বিধাতার দান
যুগে যুগে নজরুল রবে মহীয়ান।