মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের বিশেষ অনুষ্ঠান
————————————–
রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদ ২৬শে মার্চ ২০২৪ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর নিজস্ব কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি হাসনা হেনা বেগম রোজী। স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার উপর জোর দিয়ে বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, পরিষদ উপদেষ্টা লেখক শ ম আমজাদ হোসেন সরকার। মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিচারণ করেন পরিষদ উপদেষ্টা নারায়ণ চন্দ্র বর্মা। স্বরচিত কবিতাপাঠ করেন কবি এ এস এম হাবিবুর রহমান, হাই হাফিজ, খন্দকার শামসুজ্জোহা। কবিতা আবৃত্তিতে অংশ নেন বিশিষ্ট বাচিক শিল্পী প্রফেসর মোহাম্মদ শাহ আলম, রেজিনা সাফরিন ও জেসমিন আরা। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তৃপ্তি দত্ত,রতন কুমার সরকার, পুষ্পজিৎ রায়, নীল রতন সরকার। স্বাধীনতা দিবসের অনুভূতি ব্যক্ত করেন পরিষদ উপদেষ্টা ডা. সমর্পিতা ঘোষ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি মাহমুদা চৌধুরী,তাপস কুমার রায়, হাসনাইন রাব্বি, কুশল রায়, নুর ই ইলাহী ও জয়ন্তী দাস। সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।