মরনেই সব শেষ
চিত্ত রঞ্জন হালদার
পৃথিবীতে ক্ষনজন্মা
আমরা মানুষ জাতি,
সৃষ্টিকর্তার লীলাভূমিতে
সামান্য অতিথি।
অর্থকড়ি রাখতে পারি
গায়ের জোর খাটিয়ে,
পারবোনা কভূ অমর হতে
মৃত্যুকে কাটিয়ে।
সময় থাকতে করো মনা
স্রষ্টার প্রার্থনা,
মনুষত্বকে জাগ্রত করো
বন্ধ করে প্রবঞ্চনা।
মানবের কল্যানে করো
নিজে মহৎ কাজ,
মৃত্যুতেও পাবে অমরত্ব
সকলে করবে মাথার তাজ।
মানব কল্যাণে না থাকলে
তোমার কল্যান বিশেষ,
রাখবে না কেউ মনে
হবে মরনেই সব শেষ।