মজলুমের জয়
জিল্লুর রহমান লালন
নন্দ বাবুর দ্বন্দ্ব মনে
চলছে কিসব দেশে?
কেউবা থাকে নেতা সেজে
কেউবা সাধু বেশে।
ছাত্রীরা সব খাচ্ছে বিড়ি
করছে ভারি মজা
শাসন তো নয়, চোখ রাঙাতেই
শিক্ষকের হয় সাজা।
বাপজিরা সব পাপজি খেলে
রাস্তার মোড়ে – মোড়ে
মনটা করে উতালপাতাল
টলছে নেশার ঘোরে।
বুদ্ধিজীবী কয় না কথা
সত্য কথা জেনেও
মিথ্যাকে তাই সত্য বলে
নিচ্ছি সবাই মেনেও।
উচিত কথা যে জন বলে
বিপদ বাড়ে তার
কেউ থাকে না তার পাশে আর
এইতো সমাচার।
মজলুমের দুঃখ -ব্যথায়
আকাশ বাতাস ভারী
জালিমের জুলুম থেকে
বাঁচাও তাড়াতাড়ি।
সত্য সদাই, সত্য থাকে
সত্যের হয় জয়
তোমাদেরই হবে জয়, মজলুম
নেই তোমাদের ভয়।