কিশোরগঞ্জের ভৈরবে কমলপুর বাসস্ট্যান্ডে দুই গ্রুপের সংঘর্ষে জড়িত কিশোরগ্যাং এর ০৬ সদস্য কে গ্রেফতার করেছে র্্যাব -১৪ সিপিসি -২ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
এ ঘটনায় র্্যাব জানায় জানায় গত সোমবার ০১ এপ্রিল রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় ভৈরব পৌরসভার কমলপুর লোকাল বাসস্ট্যান্ডে কতিপয় ব্যক্তি টিকটকে কমেন্ট করাকে কেন্দ্র করিয়া দেশীয় অস্ত্র-শস্ত্র সহ ব্যাপক মারমুখী অবস্থায় লিপ্ত হয়ে বাসস্ট্যান্ডের বিভিন্ন ব্যবসায়ীদের দোকান পাটের সাটার কোপাইয়া ও বাইরাইয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।
উক্ত ঘটনার সংবাদ পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে আসলে কিশোর গ্যাং এর ০৬ সদস্য ১। নয়ন মিয়া (৩০), পিতা-মৃত নুরুল হক, সাং-কমলপুর মুসলিমের মোড়, ২। আরিয়ান ইসলাম (১৯), পিতা-মোহাম্মাদ আলী, সাং-কমলপুর মধ্যপাড়া ৩। জিহাদ সরকার (১৯), পিতা-ফারুক সরকার, সাং-কমলপুর সরকার বাড়ী, ৪। হেদায়েত উল্লাহ (১৯), পিতা-মহিবুল্লাহ, সং কমলপুর সরকার বাড়ী, ৫। মোঃ সৌরভ আহম্মেদ (২৪), পিতা-মোঃ রিপন মিয়া, সাং-মানিকদী, ৬। মোঃ আবির হাসান (২২), পিতা-মৃত জাহাঙ্গীর আলম, সাং-বাঁশগাড়ী, সর্ব থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ গন সহ আরো ২০-২৫ জন পুলিশের গায়ে ইট পাটকেল নিক্ষেপ করে।
এতে পুলিশ সদস্যরা আহত হয়। পরবর্তীতে পুলিশ শর্ট গান দিয়ে ০৮ রাউন্ড ফাঁকা গুলি করে।পুলিশের গুলি বর্ষনের পরে এলাকার পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠে।উক্ত ঘটনার সংবাদ পাওয়ার পর র্্যাব-১৪ সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং তাদের গ্রেফতারের জন্য ব্যপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করে ০৬ জন কিশোর গাঙ্গের সদস্যদের কে গ্রেপ্তার করে। এ সময় তাদের নিকট হতে ০১টি লোহার পাইপের মাথায় মটর সাইকেলের চেন স্পোকেট লাগানো অস্ত্র, যাহার দৈর্ঘ্য ৩০ ইঞ্চি এবং ০২ ফুট লম্বা ০১ টি সবুজ রংয়ের প্লাস্টিকের পাইপ উদ্ধার করে ।
র্্যাব জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কে ভৈরব থানায় হস্তান্তর করা হইয়াছে। প্রাথমিক ভাবে উক্ত আসামীগন উল্লিখিত ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে নিকট স্বীকারোক্তি প্রদান করে। উক্ত ঘটনায় জড়িত বাকিদের বিরুদ্ধে ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।