মাসুদ রেজা শিশির ॥ আগামী ৮ মে বুধবার পাংশা উপজেলা পরিষদের নির্বাচন। আজ মধ্যরাত থেকে প্রচার প্রচারনা শেষ হচ্ছে, মাইকিং বন্ধ হয়েছে, বর্তমানে প্রার্থী ও তার কর্মী সমর্থকেরা শেষ প্রচারনায় ব্যস্ত সময় পার করছে।
এ নির্বাচনকে ঘিরে ২জন চেয়ারম্যান ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শেষ মহুর্তে নির্বাচনী প্রচারণায় ব্যপক ভাবে সারা ফেলেছে। দিন রাত মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন নিজের পক্ষে ভোট চাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি জমে উঠেছে নির্বাচনী মাঠ।
এদিকে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিক মন্ডল তার প্রতিক টিউবয়েল মার্কার ব্যাপক প্রচারনা। শেষ সময়ে রফিক মন্ডল ও তার কর্মী সমর্থকেরা বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন।
(টিউবয়েল) মার্কার প্রার্থী রফিক মন্ডল বলেন- নির্বাচনের শুরু থেকেই আমি সাধারণ ভোটারদের সাথে পাশে ছিলাম শুধু এ নির্বাচনে নয় আমরা সব সময় মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্ঠা করেছি আগামী একদিন পর নির্বাচন এ নির্বাচনে আমাকে একটি করে টিউবয়েল মার্কায় ভোট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দিবেন। নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত আছি আপনাদের ভালবাসা দোয়া আর সহযোগীতা নিয়ে আছি ছিলাম থাকব। আমার একটি টিউবয়েল মার্কায় ভোট দিবেন অনুরোধ রইল। এ শেষ সময়ে এসে আমার ভোটার ভাই বোনদের মধ্যে ব্যাপক সারা রয়েছে আপনারা দোয়া করবেন।