ভক্তের ভগবান
আজাদ আহমেদ
মুমিন আর ভক্ত এক নয় কভু
মুমিনের মনিব হলো মহান প্রভু।
ভক্তের ভগবান কখনো মানুষ
কখনো বা পীর আর প্রতিমা ফানুস।
মুমিনের পরিচয় সদা নির্ভীক
সৎ পথে প্রতিদিন চলা ঠিক ঠিক
ভক্তের কাজ হলো হাতে তেল রাখা-
পীর যখন চাইবে গতরে তা মাখা।
মুমীনেরা সারাক্ষণ যপে আল্লা’র-
ইবাদতে ধারেনা ধার মাঝি-মাল্লা’র
কোরান-হাদিসে খোঁজে সোজা পথ তারা-
রাসূলের প্রেমে রোজ হয় মাতোয়ারা।
ভক্তের আরাধনা ব্যাক্তিকে পূঁজা,
পীর-প্রতিমার ভুল যাবেনা’কো খুঁজা।
মুমিনের দু’চোখে নেতা হবে সেই
ভুল হলে ক্ষমা চেতে জুরি যার নেই।
ভক্তের বিশ্বাস দেবতাকে ভজা
মিথ্যার মিশ্রণেও বৃথা প্রেমে মজা।
মুমিনের বিশ্বাসে মনিব একজন
পৃথিবীটা যার হুকুমে চলে সারাক্ষণ।
ভক্তের ভগবান স্বার্থের টানে
কারো দেয় দুরে ঠেলে কারো কাছে আনে।
মুমিনের রব সেতো করে ইনসাফ
পাপ করে নত হলে করে দেয় মাফ।