বোবা কান্না
জিল্লুর রহমান লালন
শক্তি- সাহস সব হারালাম
নেই কো মনোবল
তেলের দামে উর্ধ্বগতি
কি করি আজ বল?
চোখের জলে ঘুরতো যদি
যানবাহনের চাকা
চোখের জলেই যান চালাতাম
লাগতো না আর টাকা।
কত ছিল স্বপ্ন আমার
কত ছিল আশা -!
বোবা কান্নায় কাটছে সময়
নেইতো মুখে ভাষা।
দ্রব্য মূল্যের তেজী ঘোড়া
লাগাম ছাড়া ছোটে
আয়ের ঘোড়ার লাগাম টানা
দুর্দিনের সূর্য ওঠে।
নিম্নবিত্ত কাঁদে যখন
সবাই তাহা জানে
বিত্তের অভাব সত্য বলেই
সবাই তাহা মানে।
মধ্যবিত্তের কান্না দেখে
হাসে বিদ্রুপেরই হাসি
নিজের দেশে, নিজেই যেন
নিত্য পরবাসী ।
মধ্যবিত্তই জানে কেবল
বিত্ত হারার জ্বালা
বন্ধু, স্বজন পর হয়ে যায়
গলায় ব্যথার মালা।