দেশের খ্যাতিমান একটি বেসরকারি চ্যানেলের হেড অব নিউজ এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তৃণা ইসলাম নামে এক চিকিৎসক। বৃহস্পতিবার ৪ নভেম্বর সন্ধ্যায় তিনি বাদী হয়ে এ মামলাটি গুলশান থানায় দায়ের করেন।
মামলার বাদী তৃণা ইসলাম গণমাধ্যমকে বলেন, গুলশান থানায় ৯-এর ১ ধারায় বৃহস্পতিবার (৪ নভেম্বর) মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর ৬। বর্তমানে ডাক্তারি পরীক্ষার জন্য তিনি পুলিশি হেফাজতে।
মামলার বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। সেই নারীর ডাক্তারি পরীক্ষা করা হবে। মামলার প্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।