বীর সেনা
আর রেজাউল ইসলাম
চারিদিকে অন্ধকার নিস্তব্ধ
সবাই এখন ঘুমে
চাঁদের আলো বয়ে যায় যেন
ঘাসের ডগা চুমে।
আকাশ থেকে পড়ছে যেন শিশির বিন্দু কণা
তারই মাঝে দাঁড়িয়ে আছি
আমি এক বীর সেনা।
শত দায়িত্ব মাথায় আমার
রাইফেল নিয়ে হাতে
দেশের সীমায় দাঁড়িয়ে আমি
কনকনে শীতের রাতে।
আমি অটল আমি অবিচল
আমার দায়িত্বে
নিদ্রাহীনের মত থাকি আমি
মাতৃভূমি রক্ষার্থে।
আমি এক বীর সেনা
প্রস্তুত যুদ্ধের জন্য
দেশ রক্ষায় বলী হলেই
জীবন আমার ধন্য।
অনেক অনেক ভালো ছিল। ধন্যবাদ প্রিয় বন্ধু।
ধন্যবাদ