বিষন্ন মন ঈদে’ ~ —-//——আইনুল হোসেন সানু ~
মন
ভালো নেই
আমার! আচ্ছা,
তোমারও কি’ তাই ?
সত্যি’ ই তো’….
ভেবে অবাক লাগে
চলমান
এই পরিস্থিতি আর
দুঃস্বপ্নে ঘেরা জীবন যাদের
কাটে হাজার দুঃখ সয়ে বলো
কি করে আজ
ঈদের খুশি ভুলেও কি’
আর তাদের মনে ঘেঁষে….?
তিলে তিলে
বছর ভরে
জমিয়ে রাখা মনের কোণে,
ঘুমের ঘোরে জেগে স্বপ্ন বুনি
ঈদের খুশি
উঁকি দেবে মনের ঈশাণ কোণে
শেষে তন্দ্রা টুটে ঐ
রাত পোহালে অগোচরে
যায় মুছে সব চোখের জলে
ভেসে
তবু’ ও
খিদে পেটে হেসে
সদা মিথ্যে’ অভিনয়ে
নির্বিকারে দুঃখ শোকে
জীবন কাটে
চাই ঈদ টা কে
নিই মেনে
সত্যি’ কি’ আজ
তাদের বুঝি ঈদ’ র খুশি
ভুলেও ভাসে মনে ?
আমার না’ হোক’
কারো সে’ তো’ বটেই
যারা ইচ্ছে হলেই
তিন বেলা খায়
গোস্তো পোলাউ রেধে
উৎসবেতে তাদের ডেকে
জোর জবরদোস্ত বেধে, খাউ
খেতেই হবে সেধে, শুধু ই কি’ তাই,?
খাওয়ার পরেও আরও
রাখি হরেক প্রকার মিষ্টি মন্ডা দই
আঙুল চেটে ঢেকুর তুলে প্রসন্ন মন হই —
আর
তার পরে তে
চবন বাহার মসলা দেয়া
মিষ্টি জর্দা সদর ঘাটের পান,
খেয়ে
মনের সুখে গুনগুনিয়ে ধরে
সুখের গান —
আর চোখ ঘুরালে
পাশে থাকা ঝুপড়ি ঘরে’ ঐ
বারো মাসি নিত্য অনাহারি
বসত যাদের
আমার প্রতিবেশী তাদের
নিচ্ছি খবর কই~?
দূর দেশে ঐ
গোই গুরামে অসুস্থ মা’
রাত্রি হলে পিদীম জ্বলে দাওয়ায় বসে প্রহর গোনে
ফিরবো কখন আমি আর
অন্য খানে বসত যে ঐ
চাকরী হারা ভাই
নিই না খবর আছে কেমন
খাচ্ছে কি আজ ভেবে
শুধুই উদাস হই ~