এস এম রুলন উদ্দিন স্বাধীন : চলছে বিশ্বকাপ cricket এর সবচেয়ে জমকালো আসর ২০২১ t 20 টুর্নামেন্ট। বাংলাদেশ ও অংশ গ্রহণ করছে বর্তমান আসরে। বাংলাদেশ এবারে আসরে এখন পর্যন্ত কোন জয় নেই ( মূল আসরে) সুপার ১২ তে । এমনই পরিস্থিতিতে গান গেয়ে দর্শক খেলোয়ারদের উৎফুল্ল করলেন কুমারখালীর জনপ্রিয় সংগীত শিল্পী মোহাম্মদ সুজন। উড়বে বাংলাদেশ, লড়বে বাংলাদেশ,, বাংলাদেশ বাংলাদেশ শিরোনামের গান টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সংগীত শিল্পী মোহাম্মদ সুজন, জানান «‘ আমি অনেক আনন্দিত আমি বাংলাদের cricket এর জন্য প্রথম গান করতে পেরেছি। গানটি প্রযোজনা করেছে 10.5 studio,বাংলাদেশ শিরোনামের গানটির কথা ও গেয়েছি আমি শিল্পী মোহাম্মদ সুজন। সম্পাদনায় সুমন আহম্মেদ। গানটির সহকারী কন্ঠ দিয়েছেন সোহেল রানা, রাজ শেখ, শাকিল শেখ, সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমনটাই মুঠোফোন এ জানান জনপ্রিয় সংগীত শিল্পী মোহাম্মদ সুজন। সংগীত শিল্পী সুজনের মতে আমারাও বলি উড়বে বাংলা, লড়বে বাংলাদেশ, জিতবে বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। সবার জন্য গানটির লিংক নিচে দেওয়া হয়েছে https://www.facebook.com/100008733045390/posts/2715711812063227/?app=fbl