বিশিষ্ট লেখক, গবেষক, বুদ্ধিজীবী, জাতীয় রাজস্ব বোর্ড ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনর সাবেক চেয়ারম্যান, সেন্ট্রাল শারী’আহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশ – এর প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর শাহ আবদুল হান্নান ইন্তেকাল করেছেন।
জানা যায়. তিনি ২ জুন বুধবার, সকাল ১০:৩০ টায় তার মৃত্যু ঘটে।
মরহুম শাহ আবদুল হান্নান আধুনিক শিক্ষিত তারুণ্য, ইসলামী রাষ্ট্র ও সমাজ আকাঙ্ক্ষী শিক্ষিত মেধাবী মহলের মাঝে ইসলামী চিন্তা ও সেবার ধারণা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন। ইসলামের নারী শিক্ষা, ইসলামের ওয়াকফ ধারণার ব্যাপকায়ন চেষ্টা, ইসলামী অর্থনীতির প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং নানা মাত্রিক চিন্তা ও বুদ্ধির সংকটে ইসলামকে আঁকড়ে ধরার বুদ্ধিবৃত্তিক প্রয়াস ছিল তাঁর।
তিনি ছিলেন বাংলাদেশ সরকারের একজন আমলা এবং উদ্যোগী প্রবীণ নাগরিক। তার মৃত্যুতে শিল্প-সংস্কৃতির জগতে শোকের ছায়া নেমে এসেছে।