বিবর্তন
মোসাঃ লিপি
আজকের বনলতা রা শুধু ই বসে না আড়াআড়ি,
কারণে -অকারণে দিতে জানে আড়ি।
পাখির নীড়ের মতো চোখ তুলে,উৎসুক দৃষ্টি মেলে
বলেনা “কোথায় ছিলেন? ”
শাসনের সুরে প্রশ্ন করে।
যেন একছত্র আধিপত্যের জীবন ;
আর কারো সাথে ন য়,
তার সাথেই যেন জীবনের সব লেনদেন।
জীবনানন্দরা ও তো বদলে গেছে!
নিজেকে ডুবিয়ে রাখে
হাজার বনলতার ভীড়ে।
দিন শেষে ক্লান্ত ন য়নে,বিষন্ন মনে
ফেরে আপন নীড়ে।
প্রেমের ছিটেফোঁটা ও নেই-
নিষ্পেষিত যান্ত্রিক জীবনে।
সৌন্দর্যের কারুকার্য হয় না দৃষ্টি গোচর
সুললিত কণ্ঠ মাধূর্য শোনে না কর্ণকুহর
থাকে শুধু নিত্যদিনের হিসেব কষাকষি,
হয় না দৃষ্টি বিনিময়, হয় না বলা “ভালোবাসি”!
চলে শুধু ব্যস্ত জীবনের নানা লেনদেন।
যন্ত্র মানব জীবনানন্দ
জীবনের হিসেব কষেই ক্লান্ত –
প্রেয়সীর কাজল কালো চোখে
হয় না খোঁজা প্রেমের সমুদ্র সফেন।
বদলে গেছে জীবনের মানে
প্রেম মেলে না আর সলজ্জ নয়নে।
অপেক্ষার প্রহর গুনে
প্রেয়সী চাহেনা পথপানে।
বদলে গেছে জীবন ধারা সময়ের বিবর্তনে।