বাবা
হারিছা খাঁনম সুখি
সারাদিন অপেক্ষায় থাকি
কখন বাজবে দরজার বেল
খুলবো আমি দরজা ।
ডাক দিবে নামটি ধরে
ছুটি গিয়ে খুলবো দরজাটা।
আনন্দে খুশিতে নেচে গেয়ে ওঠে
আমার এ মন।
কে এসেছে শুনবে কি????
শোনো তবে মন দিয়ে ,,,,
বলছি আমি আমার বাবার কথা।
মুচকি হেসে বলে সে
রাত হয়েছে অনেক
কিরে মা ঘুমাসনি এখনো??
এতো রাত জাগা ভালো না
বলবে একটু গভীরকন্ঠে।
আমাকে না খাইয়ে বাবা খাবে
না। আমাকে না ঘুম পারিয়ে সে ঘুমাবে না।
আমাকে নিয়ে বাবার যতো চিন্তা।
আদরে – সোহাগে ভালোবাসার পরশে
জড়িয়ে রেখেছে স্নেহের বাঁধনে।
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট যেমন
দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে ।।
আমার বাবা এভারেস্টের মতো মাথা উঁচু করে
দাঁড়িয়ে থেকে ছায়া দেন অবিরাম ❤️