বানভাসী মানুষের কেচ্ছা
আমির আলী
ভেসে গেছে শত জনপদ বন্যার স্রোতের জলে
মরেছে মানুষ, গবাদিপশু, মানুষ হারিয়েছে ভিটে;
ত্রান নিয়ে ছুটেছে সাধারণ জনতা মানবতার ইশারায়
জলসা ঘড়ে নর্তকী নাচে,বিলাসীরা মত্ত রয়েছে সূরায়।।
সাখিনার মা ডুকরে কাঁদে,মেয়েরে পাইনি খুঁজে
বুকের ধনেরে হারিয়ে কাশেম চোখের জলে ভাসে;
সুশীল সমাজ বোবা হয়ে গেছে,প্রতিবাদ সমাবেশ নেই
গালভরা বুলি বন্দ তাদের,জেল হাজতের ভয়।।
ট্যাস্ক আর ভ্যাট দিগুন হলে দেশের উন্নতি হয়
সাধারণ জনতার শিক্ষক সেজে মাথায় হাত বোলায়;
মোসাহেবেরা কোথায় আজি বানভাসীরা জানতে চায়
স্রষ্টার বিধান বলেই খালাস-দায় দায়িত্ব নাই?।।
বাজারের পথে, ত্রানতহবিলে ফেলি যে কয় টাকা ছিল গাঁটে
রোগের ঔষধ কেনা হলো না খালি হাতে ফিরি ঘড়ে:
ভূলে যেতে নিজ রোগ যাতনা কলম হাতে নেই তুলে
বান ভাসী মানুষের কেচ্ছা লিখে রাত্রি কাটাব ভেবে।।