বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ও বাংলাদেশ ভূমি ডটকম এর সম্মানিত উপদেষ্টা জনাব এ্যাডভোকেট রেজাউল ইসলাম পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, কোরবানি আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ এবং আত্নসমর্পণের মনোমুগ্ধকর নিদর্শন
ঈদের খুশি ও সুরভিত আনন্দ রকমারি মনোরম আয়োজন উঁকি দেয় আমাদের হৃদয় তনুতে। এক অপার্থিব জান্নাতি পুলক মনো হিল্লোলে ঝলক দেওয়ার চিত্রকল্প। এই ঈদুল আজহা /কোরবানি মহান রবের প্রতি আত্মসমর্পনের এক অনুপম নিদর্শন। আল্লাহ তায়ালার প্রতি হযরত ইব্রাহীম আঃএর এক নিষ্ট আনুগত্য ও ত্যাগের মহিমায় মহিমান্বিত সমুজ্জ্বল ও স্মৃতিবিজড়িত ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে নিজের প্রিয়বস্ত তার আদেশ পালনে দ্বীধাহীনচিত্ত এবং শর্তহীনভাবে আল্লাহর নির্দেশে সমর্পণ করাই আজহার প্রকৃত শিক্ষা।
কোরবানি একটি ইবাদাত যা নির্দিষ্ট সময়ে সামর্থবান প্রত্যেক মুসলিম নর নারীর উপর ওয়াজিব। এর মাধ্যমে মুমিন মুত্তাকিগণ মহান আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হন।আল্লাহ বলেন ” তোমার প্রতিপালকের জন সালাত আদায় কর এবং কোরবানী কর ” আল কাওছার আয়াত ২। সাধ্যের সর্বোচ্চ উৎসর্গের মানসিকতাই মহান রবের সন্তষ্টি লাভের একমাত্র উপায়। যার নির্দেশে কোরবানি, তার কাছে পৌঁছে শুধু বান্দার হৃদয়ের আবেগ আকুতি।
আল্লাহ তায়ালা বলেন ” আল্লাহ তায়ালার কাছে কখনো কোরবানির মাংস ও রক্ত পৌঁছায় না। বরং তার কাছে পৌঁছে তোমাদের তাক্কওয়া খোদা ভীরুতা। সূরা হজ্জ আয়াত ৩৭। আমাদের সালাত কোরবানি জীবন মরন সবই আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত। আমাদের চুড়ান্ত ঠিকানা মহান আল্লাহর কাছে। এই মহামারী কোভিডে জর্জরিত বাংলাদেশের অসহায় বঞ্চিত ক্ষুধার্ত মানুষের মধ্যে সাধ্যমত গোস্ত বিতরণের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করি মননের শিরা উপশিরায় সঞ্চারিত হোক। হৃদয় মন নেচে উঠুক অলোক পুরীর আনন্দে। আকাশের বিশালতায় সাগরের গভীরতায় চাঁদের স্নিগ্ধ সুষমায় প্রতিটি দিন হয়ে উঠুক কোরবানির ত্যাগের মহিমায় ভাস্বর। বাংলাদেশের বা দেশের বাইরে অবস্থানরত, কুষ্টিয়ার বিশেষ করে খোকসা উপজেলার সর্ব স্তরের মানুষের জন্য পবিত্র ” ঈদুল আজহার ” হৃদয় জুড়ানো অভিনন্দন ও শুভকামনা এবং দোয়া আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ সুন্দর রাখেন। ঈদ মোবারক।